Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী এক্জাম ওয়ারিওর্স কলা উৎসবের প্রশংসা করেছেন


 নতুনদিল্লি, ৭ জানুয়ারী 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক্জাম ওয়ারিওর্স কলা উৎসব আয়োজনের প্রশংসা করেছেন। পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ কমানোই এই উৎসবের মূল লক্ষ্য। 
নতুনদিল্লির শান্তিপথে ৪ জানুয়ারী এক্জাম ওয়ারিওর্স কলা উৎসব আয়োজন করা হয়। ৩০টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। 
সামাজিক মাধ্যম এক্স-এ  এক্জাম ওয়ারিওর্সের  এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন; 
“ সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে  মানসিক চাপ কমানোর উদ্যোগটি সফল হয়েছে! 
বহু সংখ্যক কিশোর-কিশোরী  মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষায় বসার জন্য একসঙ্গে কলাক্ষেত্রের যে ক্ষমতা প্রদর্শন করেছেন, তা আনন্দদায়ক”। 

 

SC/CB/DM