নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২২
· গর্ভগৃহে রুদ্রাভিষেক করেছেন
· আদিগুরু শঙ্করাচার্যের সমাধি-স্থল দর্শন করেছেন
· মন্দাকিনী আস্থাপথ ও সরস্বতী আস্থাপথের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন
· কেদারনাথ ধাম প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথ দর্শন করেন এবং শ্রীকেদারনাথ মন্দিরে পুজো করেছেন। ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকে সজ্জিত প্রধানমন্ত্রী গর্ভগৃহে রুদ্রাভিষেক করেছেন। তিনি নন্দীর মূর্তির সামনে প্রার্থনাও করেন।
প্রধানমন্ত্রী আদিগুরু শঙ্করাচার্যের সমাধি-স্থল দর্শন করেছেন এবং মন্দাকিনী আস্থাপথ ও সরস্বতী আস্থাপথের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।
তিনি কেদারনাথ ধাম প্রকল্পে যুক্ত শ্রমজীবীদের সঙ্গে মতবিনিময়ও করেছেন।
উত্তরাখন্ডের রাজ্যপাল অবসরপ্রাপ্ত জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হ’ল কেদারনাথ। এই অঞ্চলে শিখদের পবিত্র তীর্থস্থান হেমকুন্ড সাহিব অবস্থিত। ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে যেসব প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে, তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন এবং সহজে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতিফলিত।
PG/CB/SB
महाद्रिपार्श्वे च तटे रमन्तं सम्पूज्यमानं सततं मुनीन्द्रैः।
— Narendra Modi (@narendramodi) October 21, 2022
सुरासुरैर्यक्षमहोरगाद्यै: केदारमीशं शिवमेकमीडे।। pic.twitter.com/E8WC7oLddi