নয়াদিল্লি, ১৬ আগস্ট ২০২৩
নগর পরিবহণকে আরও চাঙ্গা করে তুলতে ১০ হাজারটি বৈদ্যুতিন বাস চালানো হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে। এই মর্মে একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী ই-বাস সেবা’। প্রকল্প রূপায়ণে ব্যয়ের মাত্রা ধরা হয়েছে ৫৭,৬১৩ কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কর্মসূচির মাধ্যমে ই-বাস পরিষেবা চালু করা হবে আগামী ১০ বছরের জন্য।
দেশের যে সমস্ত শহরের জনসংখ্যা ৩ লক্ষ বা তার বেশি, সেখানে এই বাসগুলি চালানো হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী শহর, উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য রাজ্যগুলির শহর এলাকা। যে শহরগুলিতে এখনও পর্যন্ত কোনরকম সংগঠিত বাস পরিষেবা গড়ে ওঠেনি, সেখানে এই প্রকল্প রূপায়ণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বৈদ্যুতিন পরিবহণ ব্যবস্থার প্রসারে এই প্রকল্পটি বিশেষভাবে সহায়ক হবে। তাছাড়া, এটি জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব একটি পরিবহণ ব্যবস্থা রূপে শহরগুলির পরিবেশকে আরও উন্নত করে তুলবে।
এই কর্মসূচি রূপায়ণের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রায় ৪৫ হাজার।
AC/SKD/DM
PM-eBus Sewa will redefine urban mobility. It will strengthen our urban transport infrastructure. Prioritising cities without organised bus services, this move promises not only cleaner and efficient transport but also aims to generate several jobs.https://t.co/4wbhjhCMjI https://t.co/WROR0LxTIy
— Narendra Modi (@narendramodi) August 16, 2023