নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আশিস চন্দোরকরের লেখা ‘ব্রেভিং আ ভাইরাল স্টর্ম : ইন্ডিয়াজ কোভিড-১৯ ভ্যাক্সিন স্টোরি’ নামক বইটি গ্রহণ করেছেন। এই বইতে লেখক টিকাকরণের ক্ষেত্রে ভারতের প্রয়াসকে বিবৃত করেছেন।
আশিস চন্দোরকরের একটি ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন :
“আপনার বই পেয়ে অত্যন্ত আনন্দিত যে বইতে আপনি টিকাকরণ ক্ষেত্রে ভারতের প্রয়াসকে লিপিবদ্ধ করেছেন।”
PG/AP/DM/
Delighted to receive a copy of your book in which you have chronicled India’s strides in vaccination. https://t.co/NceVoLUU5F
— Narendra Modi (@narendramodi) January 11, 2023