Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আমেদাবাদে নবরাত্রি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন

প্রধানমন্ত্রী আমেদাবাদে নবরাত্রি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন


নয়াদিল্লি,  ২৯  সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাতে আমেদাবাদের জিএমডিসি ময়দানে নবরাত্রি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

তিনি গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে অনুষ্ঠান স্থলে পৌঁছান। সেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে শ্রী মোদী মা অম্বাকে মহাআরতি নিবেদন করেছেন। ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উপাদান নবরাত্রি। গুজরাটের আঞ্চলিকতায় ঋদ্ধ এই উৎসবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মা অম্বাজির শ্রীযন্ত্রের একটি পবিত্র স্মরণিকা উপহার দেন। প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গরবা প্রত্যক্ষ করেন।

দু’দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী আজ সুরাট ও ভাবনগরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আমেদাবাদে ২০২২এর জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনাও করেছেন।

প্রধানমন্ত্রী আগামীকাল অম্বাজি দর্শন করবেন। ৫১টি শক্তিপীঠের মধ্যে অম্বাজি অন্যতম। তিনি অম্বাজিতে ৭ হাজার ২০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য পিএম আবাস যোজনা ৪৫ হাজার গৃহ নির্মাণ প্রকল্পের শিলান্যাস। এছাড়াও তিনি তরঙ্গহিল-অম্বাজি-আবু রোড এর মধ্যে নতুন ব্রডগেজ লাইনের শিলান্যাস করবেন ও প্রসাদ প্রকল্পে অম্বাজি মন্দিরে তীর্থযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। নতুন পরিকাঠামোগত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তীর্থযাত্রীরা উপকৃত হবেন। এদিন শ্রী মোদী দীসা, অম্বাজি বাইপাস রোড সহ বিভিন্ন বায়ুসেনার বিমান ঘাঁটিতে পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করবেন।

তিনি ওয়েস্টার্ন ফ্রেট ডেডিকেটেড করিডরের নিউ পালানপুর- নিউ মেহসানার মধ্যে ৬২ কিলোমিটার দীর্ঘ রেলপথ এবং পালানপুর বাইপাস লাইনের নিউ পালানপুর- নিউ ছাতোদারের মধ্যে ১৩ কিলোমিটার দীর্ঘ রেলপথ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরফলে পিপাভাও, কান্দলার দীনদয়াল বন্দর এবং মুন্দ্রা বন্দর সহ গুজরাটের বিভিন্ন বন্দরের পণ্য পরিবহনে সুবিধা হবে। ৬২ কিলোমিটার রেলপথ উদ্বোধনের পর পশ্চিমাঞ্চলীয় ফ্রেট করিডরের ৭৩৪ কিলোমিটার পথে রেল চলাচল করবে। এই রেলপথে ট্রেন চলাচল শুরু হলে গুজরাটের মেহসানা-পালানপুর, রাজস্থানের স্বরূপগঞ্জ, কেশবগঞ্জ ও কিষাণগড় এবং হরিয়ানার রেওয়াড়ি-মানেসার ও নারনাউল শিল্পাঞ্চলের সুবিধা হবে। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সড়ক প্রকল্পও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল মিঠা-থারাড-দিশা সড়ক প্রকল্পর সম্প্রসারণ।

PG/CB/NS