Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আজ সকালে জগিং করার সময় মামাল্লাপুরম সমুদ্রতট পরিষ্কার (প্লগিং) করে অনন্য নজির গড়লেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , যিনি স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী, আজ আরো একবার জাতির প্রতি অনন্য উদাহরণ গড়লেন। তিনি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে প্রত্যেকের যথেষ্ট উদ্যোগী হবার বার্তা দিলেন।

প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ সকালে মামাল্লাপুরম সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে সেখানের আবর্জনা এবং ছড়িয়ে থাকা প্লাস্টিক তোলেন।

পরে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ আজ সকালে মামাল্লাপুরম সমুদ্র সৈকতে প্লগিং করলাম।  তিরিশ মিনিটের বেশি সময় ধরে এই কাজ করলাম। আমার ‘সংগ্রহ’ করা জিনিষ হোটেলের কর্মী জয়রাজের হাতে তুলে দিলাম । আসুন আমরা সর্বসাধারণের জন্য জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এর মাধ্যমে নিশ্চিত করি যেন আমরা সুস্থ সবল থাকি।“ 

 

CG/CB/