Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামী ৫ নভেম্বর কেদারনাথ সফরে যাবেন এবং শ্রী আদি শঙ্করাচার্য সমাধির উদ্ঘাটন করবেন


নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৫ নভেম্বর উত্তরাখন্ডে কেদারনাথ সফর করবেন। 
 
প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরে পূজাচর্নায় অংশ নেবেন। এরপর তিনি শ্রী আদি শঙ্করাচার্য সমাধির উদ্ঘাটন এবং শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন। শ্রী শঙ্করাচার্যের এই সমাধি ২০১৩-য় প্রবল বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরে সেটি পুনর্নির্মাণ করা হয়। স্বয়ং প্রধানমন্ত্রী এই সমাধির সমগ্র পুনর্গঠনমূলক কাজকর্ম তত্ত্বাবধান করেন। তিনি নিয়মিত ভাবে এই সমাধির পুনর্নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা ও তা নজরদারি করেন। 
 
প্রধানমন্ত্রী সেখানে সরস্বতী অস্থপথ সহ আরও বেশ কয়েকটি চালু ও ইতিমধ্যেই সমাপ্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সেগুলি পরিদর্শন করবেন। 
 
এই উপলক্ষে শ্রী মোদী এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে সরস্বতী রিটেনিং ওয়াল অস্থপথ ও ঘাট, মন্দাকিনী রেটেনিং ওয়াল অস্থপথ, তীর্থ পুরোহিত হাউস এবং মন্দাকিনী নদীতে গরুড় চট্টী সেতু সহ ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হওয়া একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি নির্মাণ খাতে ব্যয় হয়েছে ১৩০ কোটি টাকার বেশি। এরপর প্রধানমন্ত্রী ১৮০ কোটি টাকার বিনিময়ে তৈরি হতে চলা একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। এরমধ্যে রয়েছে সংগম ঘাটের পুনরুন্নয়ন, প্রাথমিক শুশ্রুষা ও পর্যটক সহায়তা কেন্দ্র, প্রশাসনিক কার্যালয় ও হাসপাতাল, দুটি অতিথি নিবাস, পুলিশ থানা, কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মন্দাকিনী অস্থপথ কিউই ম্যানেজমেন্ট অ্যান্ড রেন সেল্টার তথা সরস্বতী নাগরিক সুযোগ-সুবিধা ভবন।
 
 
CG/BD/AS/