নয়াদিল্লি, ৩০ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৩১শে মে) সিমলা সফর করবেন। তিনি সেখানে বেলা ১১টা নাগাদ গরিব কল্যাণ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের আট বছর পূর্তি উপলক্ষে মহৎ এই গণকর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্য রাজধানী, জেলা সদর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিগুলি সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানতে মতবিনিময় করবেন।
সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ গরিব কল্যাণ সম্মেলন শুরু হবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টা নাগাদ মূল সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সঙ্গে সঙ্গে রাজ্য ও জেলাস্তরে আয়োজিত অনুষ্ঠানগুলিও সামিল হবে। এইভাবে সমগ্র অনুষ্ঠানটি জাতীয় স্তরে্র রূপ নেবে। সম্মেলনে প্রধানমন্ত্রী ৯টি কেন্দ্রীয় মন্ত্রক/দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সারা দেশে এ ধরনের খোলামেলা মতবিনিময় কর্মসূচি আয়োজনের উদ্দেশ্যই হ’ল সাধারণ মানুষের মতামত জানা, সাধারণ মানুষের জীবনে কল্যাণমূলক কর্মসূচিগুলির প্রভাব উপলব্ধি করা তথা বিভিন্ন সরকারি কর্মসূচির সংযুক্তিকরণ এবং সর্বাঙ্গীন সাফল্য অর্জনের পন্থা-পদ্ধতি খুঁজে বের করা। এছাড়াও, সরকারি কর্মসূচিগুলির সমস্ত সুযোগ-সুবিধা আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তাঁদের জীবনযাপনের মানোন্নয়ন ঘটানো যায়।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কর্মসূচির আওতায় শ্রী মোদী সুফলভোগীদের একাদশ কিস্তির অর্থ হস্তান্তর করবেন। এবার ১০ কোটিরও বেশি সুফলভোগী কৃষক পরিবার প্রায় ২১ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পাবেন। শ্রী মোদী সারা দেশের পিএম-কিষাণ কর্মসূচির সুফলভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
CG/BD/SB
I will be in Shimla tomorrow, 31st May, to take part in the ‘Garib Kalyan Sammelan’ which is a special initiative that deepens the connect between people and the elected representatives. The 11th instalment of PM-KISAN will also be released. https://t.co/EQS7837mWR
— Narendra Modi (@narendramodi) May 30, 2022