দেশের চার প্রান্তে #Hanumanji4dham প্রকল্পের অঙ্গ হিসেবে যে চারটি মূর্তি স্থাপন করা হচ্ছে, এটি তার দ্বিতীয়। মোরবিতে পরমপুজ্য বাপু কেশবানন্দ জী আশ্রমে এই মূর্তিটি গড়ে তোলা হয়েছে। এটি দেশের পশ্চিম প্রান্তে গড়ে তোলা হয়েছে।
উল্লেখ করা যাতে পারে, প্রকল্পের আওতায় হনুমান জীর যে চারটি মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম মূর্তিটি ২০১০-এ দেশের উত্তর প্রান্তে সিমলায় স্থাপন করা হয়েছে। চতুর্থ মূর্তিটি দেশের দক্ষিণ প্রান্তে রামেশ্বরমে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।