প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৭শে জুন) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেদাবাদের এএমএ –তে জেন গার্ডেন এবং কাইজান অ্যাকাডেমির উদ্বোধন করবেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আগামীকাল (২৭শে জুন) আমেদাবাদের এএমএ –তে জেন গার্ডেন এবং কাইজান অ্যাকাডেমির উদ্বোধন করা হবে। এটি ভারত এবং জাপানের মধ্যে দৃঢ় সম্পর্ক প্রদর্শনের আরো একটি উদাহরণ।”
CG/SS/SFS
Tomorrow, 27th June will inaugurate a Zen Garden and Kaizen Academy at AMA, Ahmedabad. This is yet another instance showcasing the close bond between India and Japan. https://t.co/lU6hICwVvB
— Narendra Modi (@narendramodi) June 26, 2021