Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল (২৭শে জুন) আমেদাবাদের এএমএ –তে জেন গার্ডেন এবং কাইজেন অ্যাকাডেমির উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৭শে জুন) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেদাবাদের এএমএ –তে জেন গার্ডেন এবং কাইজান অ্যাকাডেমির উদ্বোধন করবেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আগামীকাল (২৭শে জুন) আমেদাবাদের এএমএ –তে জেন গার্ডেন এবং কাইজান অ্যাকাডেমির উদ্বোধন করা হবে। এটি ভারত এবং জাপানের মধ্যে দৃঢ় সম্পর্ক প্রদর্শনের আরো একটি উদাহরণ।”

 

CG/SS/SFS