প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আগামীকাল জম্মু ও কাশ্মীর সফরে যাবেন|
প্রধানমন্ত্রী শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে এক জন সমাবেশে ভাষণ দেবেন|
প্রধানমন্ত্রী ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাগলিহার জল বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ইউনিটের উদ্বোধন করবেন এবং রামবনের চাঁদেরকোটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৪ নং জাতীয় সড়কের রামবন-বনিহাল এবং উধমপুর-রামবন অংশে চার লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন| সেখানে এক জন সমাবেশেও তিনি ভাষণ দেবেন|
SC/AD
Tomorrow I will visit J&K. Shall address a public meeting & lay foundation stone for development projects. https://t.co/Vv4YtbDB6r
— Narendra Modi (@narendramodi) November 6, 2015