নয়াদিল্লি, ০৬ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের কাছ থেকে অভিনন্দন জানিয়ে করা টেলিফোন পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ২০২৩ সালে তাঁর অস্ট্রেলিয়া সফর এবং দিল্লিতে গত সেপ্টেম্বরে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী অ্যালবানিজের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের কথা আন্তরিকতার সঙ্গে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অগ্রাধিকার-ভিত্তিক নৈকট্য বজায় রেখে কাজ করার কথা জানান।
PG/AP/SB