প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রকে আরো দক্ষ করে তোলার জন্য গৃহীত নানা কৌশল পর্যালোচনা করতে আজ একটি সর্বাত্মক বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় আকাশপথকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে নিবিড় সহযোগিতার মাধ্যমে বিমানসংস্থাগুলির অর্থ সাশ্রয় হয়, সেবিষয়েও সাহায্য করা হবে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারী-বেসরকারি অংশীদারীত্বে পরিচালনা করার জন্য আরো ছয়টি বিমানবন্দরকে দ্রুত হস্তান্তরিত করতে টেন্ডার ডাকতে বলা হয়েছে। এর ফলে আরো রাজস্ব বাড়বে এবং বিমানবন্দরগুলো দক্ষভাবে পরিচালনা করা যাবে।
বৈঠকে ই-ডিজিসিএ প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। ডিজিসিএ-র দপ্তরের কাজে এর ফলে আরো স্বচ্ছতা আসবে এবং বিভিন্ন লাইসেন্স ও অনুমতি দেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলির সময় কম লাগবে।
আসামরিক বিমান চলাচল মন্ত্রকের বিভিন্ন সংস্কারমূলক কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অসামরিক বিমান চলাচল দপ্তরের প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী ও কেন্দ্রের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
CG/CB
We had a meeting today during which aspects relating to the aviation sector were reviewed. This includes ways to make airports more efficient and integrating the sector with latest technological advancements. https://t.co/IJN13FN8Ar
— Narendra Modi (@narendramodi) May 1, 2020