নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমে ২০২২-এ অবৈধ শিকারের একটিও ঘটনা না ঘটার পর সে রাজ্যে গন্ডার সংরক্ষণের জন্য জনগণের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ট্যুইট শেয়ার করে ট্যুইটে বলেন;
“এটি একটি অত্যন্ত ভালো খবর! অসমবাসীকে অভিনন্দন জানাই। গন্ডার সংরক্ষণে তাদের উদ্যোগ প্রশংসনীয়।”
PG/PM/NS
This is great news! Compliments to the people of Assam, who have shown the way and been proactive in their efforts to protect the rhinos.