Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সকাশে গুজরাটের মহিলা মোটরবাইক অভিযাত্রীদের একটি দল


গুজরাটের ‘বাইকিং ক্যুইন্স’ নামে ৫০ জন মহিলা মোটরবাইক অভিযাত্রীদের একটি দল আজ নয়াদিল্লিতেএক সাক্ষাৎকারে মিলিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

দলের সদস্যরাপ্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তাঁরা এ পর্যন্ত দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিতঅঞ্চলের মোট ১০ হাজার কিলোমিটার পথ মোটরবাইকে অতিক্রম করে এসেছেন। ‘বেটি বাঁচাও,বেটি পড়াও’ এবং ‘স্বচ্ছ ভারত’-এর মতো সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ কর্মসূচিসম্পর্কে ঐ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাধারণ মানুষের সঙ্গে তাঁরা আলোচনা ওমতবিনিময়ও করেছেন। গত ১৫ আগস্ট তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করেন লাদাখের খরডুংলায়।

মহিলামোটরবাইক অভিযাত্রীদের এই উদ্যম ও কর্মপ্রচেষ্টার বিশেষ প্রশংসা করেনপ্রধানমন্ত্রী। ভবিষ্যতে তাঁদের এই ধরনের অভিযানের জন্য আগাম শুভেচ্ছাও জানানতিনি।

PG/SKD/DM/ .