নয়া দিল্লি: ২২ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গেশুক্রবার নয়া দিল্লিতে সাক্ষাত করলেন গণপ্রজাতন্ত্রী চিনের স্টেট কাউন্সিলর তথাসীমান্ত প্রশ্নে চিনের বিশেষ প্রতিনিধি শ্রী ইয়াং জিয়েচি|
প্রধানমন্ত্রীকে শ্রী ইয়াং জিয়েচি চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রীলি কেকিয়াং-এর শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন|
এর আগে ভারত ও চিনের সীমান্ত প্রশ্নে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের ২০তমবৈঠক অনুষ্ঠিত হয়| শ্রী ইয়াং জিয়েচি এবং শ্রী অজিত দোভাল প্রধানমন্ত্রীকে সেইবৈঠকের বিষয়ে অবহিত করেন|
প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে নবম ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেওয়ারজন্য তাঁর জিয়ামেন সফর এবং রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে আলোচনার বিষয়টিবিশেষভাবে স্মরণ করেন| প্রধানমন্ত্রী বলেন, ভারত ও চিনের মধ্যে এক শক্তিশালীসম্পর্ক শুধুমাত্র এই দু’দেশের মানুষদের পারস্পরিক সুবিধার জন্যই গুরুত্বপূর্ণ নয়,এটা এই অঞ্চলের এবং গোটা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ|
A.D.
Mr. Yang Jiechi, State Councillor of the People’s Republic of China, calls on PMhttps://t.co/T1P8jxfyrc
— PMO India (@PMOIndia) December 22, 2017
via NMApp pic.twitter.com/yobhMPGvNU