Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিবের সাক্ষাৎ


                                                                                                                                                                                       নয়াদিল্লি, ১২ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ ডঃ মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইশার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে আলাপ-আলোচনা বৃদ্ধি, মৌলবাদকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্ব জুড়ে শান্তির পরিবেশ সৃষ্টি করা এবং ভারত ও সৌদি আরবের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করা নিয়ে আলোচনা করেছেন।
শেখ ডঃ মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইশার এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “মুসলিম ওয়ার্ড লীগের মহাসচিব এবং অর্গানাইজেশন অফ মুসলিম স্কলার্স – এর চেয়ারম্যান শেখ ডঃ মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইশার সঙ্গে কথা বলে আমি অত্যন্ত আনন্দিত। আমরা বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে আলাপ-আলোচনা বৃদ্ধি, মৌলবাদকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্ব জুড়ে শান্তির পরিবেশ সৃষ্টি করা এবং ভারত ও সৌদি আরবের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করা নিয়ে মতবিনিময় করেছি”।

CG/CB/SB……14_JULY_2023……(152)…..(1938973)