নয়াদিল্লি, ১৩ জুন, ২০২৩
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী জ্যাক সুলেভান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শ্রী সুলেভান প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে অবগত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি জো বাইডেন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শ্রী মোদী ভারত-মার্কিন সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আশা করেন তাঁর সফর ফলপ্রসূ হবে এবং রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করবেন।
CG/CB/DM/…..
Glad to receive US National Security Advisor @JakeSullivan46. Reviewed progress under India-US Initiative on Critical & Emerging Technologies (iCET) and other issues of bilateral cooperation. Look forward to meeting @POTUS @JoeBiden during my upcoming State Visit to the US. pic.twitter.com/jqG77WgMIE
— Narendra Modi (@narendramodi) June 13, 2023