নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) ভুটানের রাজা জিগমি খেশর নামগিয়াল ওয়াংচুক-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ভুটানের রাজা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কৃতজ্ঞ চিত্তে তাঁর শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন এবং ভুটানের বর্তমান ও প্রাক্তন রাজা এবং ভুটান রাজ পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানান।
উভয় নেতাই ভারত ও ভুটানের মধ্যে প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে যে আস্থা ও স্নেহের বন্ধন রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অগ্রগতির ক্ষেত্রে ভুটানের রাজরা যে ভূমিকা পালন করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভুটান সরকার কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য উচ্ছ্বসিত প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে ভুটানকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
পারস্পরিক সুবিধা মতো দিনক্ষণ অনুযায়ী ভুটানের রাজা ও তাঁর সদস্যদের ভারতে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন।
CG/SS/SKD
His Majesty the King of Bhutan writes a letter to the Prime Minister, Shri @narendramodi on his birthday. pic.twitter.com/q1Y3YjEQey
— PMO India (@PMOIndia) September 17, 2020