Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসী রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা মিঃ এমমানুয়েল বন-এর সাক্ষাৎ


নতুন দিল্লি, ৮ জানুয়ারি, ২০২১
 
ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর কূটনৈতিক উপদেষ্টা মিঃ এমমানুয়েল বন আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
সন্ত্রাসবাদ, সাইবার-সুরক্ষা, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা সহ ভারত-ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কে উভয় দেশ যে অগ্রগতি লাভ করেছে সে বিষয়ে সন্তোষ ব্যক্ত  করেন প্রধানমন্ত্রী।  
 
উপকূলীয়  ও বহুপাক্ষিক সহযোগিতা সহ আঞ্চলিক এবং  বিশ্বের বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে  পারস্পরিক  সহযোগিতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মিঃ বন।
 
 রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে  তাঁর সাম্প্রতিক মতবিনিময়ের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী এবং ম্যাক্রোঁর সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা জানন। পরিস্থিতি বিবেচনা করে  রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে ভারত সফরের জন্য পুনরায় আহ্বান জানান তিনি। 
 
মিঃ এমমানুয়েল বন গত ৭ জানুয়ারি ‘ভারত-ফ্রান্স কৌশলগত বার্তালাপ’এর জন্য ভারত সফরে এসেছেন।
 
***
 
 
 
CG/SS