নতুনদিল্লি ১৯ অগাষ্ট ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের বিদেশ মন্ত্রী ডঃ আরজু রানা দেউবা আজ সাক্ষাৎ করেছেন। শ্রীমতী দেউবা, বিদেশ মন্ত্রীর আমন্ত্রণে ভারতে এখন রাষ্ট্রীয় সফর করছেন।
বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করায় শ্রীমতি দেউবাকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় গতি আসায় তিনি নেপালের বিদেশ মন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। এধরণের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব পড়ে বলে প্রধানমন্ত্রী মনে করেন। ভারত আয়োজিত তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী অংশগ্রহন করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং নেপালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীতে অংশগ্রহনের জন্য বিদেশ মন্ত্রী দেউবা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নেপাল সফরের জন্য শ্রী মোদীকে সেদেশের প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণ পত্র দেন তিনি। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহন করেছেন। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে দুপক্ষের সুবিধাজনক সময়ে তিনি নেপাল সফর করবেন।
PG/CB/CS
Pleased to welcome Nepal’s Foreign Minister @Arzuranadeuba. India and Nepal share close civilizational ties and a progressive and multifaceted partnership. Looking forward to continued momentum in our development partnership. pic.twitter.com/DwM8zq6qsL
— Narendra Modi (@narendramodi) August 19, 2024