নয়াদিল্লি, ১৯ আগস্ট ২০২৪
জাপানের বিদেশ মন্ত্রী মাননীয়া ইয়োকো কামিকাওয়া এবং প্রতিরক্ষা মন্ত্রী মাননীয়া মিনোরু কিহারা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত-জাপান ২+২ বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের তৃতীয় পর্বের বৈঠকে যোগ দিতে তাঁরা ভারতে এসেছেন।
প্রধানমন্ত্রী জাপানের মন্ত্রীদের স্বাগত জানান এবং ক্রমশ জটিল হয়ে ওঠা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই ২+২ বৈঠকের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষভাবে গুরুত্বপূর্ণ খানিজ, সেমি-কন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে ভারত এবং জাপানের মধ্যে নিবিড়তর সহযোগিতার বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
মুম্বাই-আমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্প সহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক নানা প্রসঙ্গে তাঁরা মতবিনিময় করেন।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও ভারত-জাপান অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক সহযোগিতা এবং দু’দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী জোর দেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর শিখর সম্মেলনের জন্য জাপান সফরের দিকে অধীর আগ্রহে তিনি তাকিয়ে আছেন বলে শ্রী মোদী জানান।
PG/AC/DM
Delighted to meet Japanese Foreign Minister @Kamikawa_Yoko and Defense Minister @kihara_minoru ahead of the 3rd India-Japan 2+2 Foreign and Defense Ministerial Meeting. Took stock of the progress made in India-Japan defense and security ties. Reaffirmed the role India-Japan… pic.twitter.com/QE4euOoy0d
— Narendra Modi (@narendramodi) August 19, 2024