Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক


নয়াদিল্লি,  ৯  সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী শ্রীমতী জর্জিয়া মেলনি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ২০২৩ সালের মার্চ মাসে পর প্রধানমন্ত্রী মেলনি’র এটি দ্বিতীয় ভারত সফর, যখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। 

ভারতের জি২০ সভাপতিত্বের জন্য ইতালির সহযোগিতা এবং বিশ্ব জৈব জ্বালানী জোট ও ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরে ইতালি যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী মোদী সেদেশের প্রশংসা করেছেন। 

উভয় নেতা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ভারত ও ইতালির কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন এবং প্রতিরক্ষা, অত্যাধুনিক ও উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করে তোলার বিষয়ে সহমত পোষণ করেন। বিশ্ব কল্যাণে তাঁরা জি৭ ও জি২০ গোষ্ঠীর একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। 

প্রধানমন্ত্রী মেলনি সফলভাবে জি২০ সম্মেলন আয়োজনের জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। 

 

AC/SS/NS