Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর ভুটান সফর (২১-২২ মার্চ, ২০২৪)


নতুন দিল্লি, ২০ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ২১ ও ২২ মার্চ, ভুটানে সরকারি সফরে যাবেন। ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চস্তরীয় মত বিনিময়ের যে ঐতিহ্য রয়েছে এবং সরকার প্রতিবেশী প্রথম নীতির উপর যে গুরুত্ব আরোপ করে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই সফর।

প্রধানমন্ত্রী ভুটানের বর্তমান রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক এবং পূর্বতন চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে বৈঠক করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও তাঁর কথা হবে।

ভারত ও ভুটান এক অনন্য দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে আবদ্ধ, যার শিকড় নিহিত পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সদিচ্ছায়। আমাদের অভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্য এবং নাগরিকদের মধ্যে আন্তরিক সংযোগ এই ব্যতিক্রমী সম্পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করেছে। প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ এনে দেবে। দুদেশের নাগরিকরাই এর থেকে লাভবান হবেন।

PG/SD/SKD