নয়াদিল্লি, ১৪ এপ্রিল,২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে অংশ নেওয়ার বিষয়টি ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী জন বার্লা। তামিলনাড়ুর নববর্ষের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগানের বাসভবনে, দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রালে ইস্টার উদযাপনের অনুষ্ঠানে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের বাসগৃহে গণেশ উৎসবে, শ্রী সর্বানন্দ সোনোয়ালের বাসভবনে আসামের বিহু উৎসবে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার ঝলক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভাগ করে নিয়েছেন।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“ভারতের সাংস্কৃতিক প্রাণশক্তি ও বৈচিত্র্য আমাদেরকে শক্তি যোগায়। মানুষের মধ্যে থেকে তাঁদের অনন্য ঐতিহ্যের দিকগুলি উদযাপন করা অপরিসীম আনন্দের বিষয়।”
PG/AB/DM/
India’s cultural vibrancy and diversity makes us stronger. It is a matter of great joy to be among people and celebrate aspects of their unique heritage. https://t.co/yXZg4t6kaC
— Narendra Modi (@narendramodi) April 14, 2023