Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর ওয়াট ফো সফর


নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতনতাং সিনাওয়াত্রা-র সঙ্গে আজ ওয়াট ফো সফর করেছেন। 

প্রধানমন্ত্রী সেখানে রিক্লাইনিং বুদ্ধ বা শায়িত বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান এবং তিনি বর্ষীয়ান বৌদ্ধ সন্ন্যাসীদের ‘সংঘদান’ করেন। প্রধানমন্ত্রী অশোকের সিংহ রাজধানীর একটি প্রতিরূপও ওই শায়িত বুদ্ধস্থলে অর্পণ করেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে দৃঢ় এবং উজ্জীবিত সম্বন্ধের কথা তুলে ধরেন। 

 

SC/AB/SKD