Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী ও পনিরসেলভম আজ এখানে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর সঙ্গে।

প্রধানমন্ত্রীরসঙ্গে শ্রী পনিরসেলভম-এর সাক্ষাৎকারকালে জলিকাত্তুর ওপর শীর্ষ আদালতের নিষেধাজ্ঞারবিষয়টি উঠে আসে। জলিকাত্তুর সাংস্কৃতিক গুরুত্ব ও তাৎপর্যের প্রশংসা সত্ত্বেওপ্রধানমন্ত্রী বলেন যে বিষয়টি এখন আদালতের বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গততিনি একথাও জানান যে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপগুলিকে সমর্থন জানিয়ে যাবে তাঁরসরকার।

রাজ্যেরখরা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র সর্বতোভাবে সাহায্য ও সহায়তা করে যাবে বলেওতামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই উদ্দেশ্যে একটি কেন্দ্রীয়দল অচিরেই তামিলনাড়ু সফরে যাবে বলে তিনি উল্লেখ করেন।

PG/SKD/DM/

B