প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী গণপ্রজাতন্ত্রী চিনের মাননীয় রাষ্ট্রপতি শ্রী শি জিনপিং-কে আজসে দেশের রাষ্ট্রপতি পদে পুনর্নিবাচিত হওয়ার জন্য টেলিফোন করে অভিনন্দন জানান।
দুই নেতাইদুটি দ্রুত গতিতে এগিয়ে যাওয়া প্রধান শক্তি হিসাবে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিকসম্পর্ককে দ্বাবিংশ শতককে ‘এশীয় শতক’-এ পরিণত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণহিসাবে একমত হন।
উভয় নেতাইদ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলি নিয়ে আলোচনাচালিয়ে যেতে রাজি হন।
PG/PB/DM