নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেন প্রেসিডেন্ট দিসানায়েক। কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক হল এই পুরস্কার।
এক্স পোস্টে তিনি লিখেছেন :
“এটি আমার কাছে অত্যন্ত গর্বের যে, প্রেসিডেন্ট দিসানায়েক আজ আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেছেন। এই সম্মান শুধু আমার একার নয়,ঢ়এটি ১৪০ কোটি মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটি ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক। এই সম্মানের জন্য আমি শ্রীলঙ্কার প্রসিডেন্ট, সরকার এবং মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
@anuradisanayake”
SC/MP/NS…
It is a matter of immense pride for me to be conferred the 'Sri Lanka Mitra Vibhushana' by President Dissanayake today. This honour is not mine alone - it is a tribute to the 1.4 billion people of India. It symbolises the deep-rooted friendship and historic ties between the… pic.twitter.com/UBQyTMoJ27
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
අද දින ජනාධිපති දිසානායක මැතිතුමා විසින් මා වෙත 'ශ්රී ලංකා මිත්ර විභූෂණ' ගෞරව නාමය පිරිනැමීම මා හට ඉමහත් අභිමානයකි. මෙම ගෞරවය මාගේ පමණක් නොවේ - එය බිලියන 1.4ක ඉන්දීය ජනතාවට උපහාරයකි. එය ඉන්දියාවේ සහ ශ්රී ලංකාවේ ජනතාව අතර පවතින ගැඹුරින් මුල් බැසගත් මිත්රත්වය සහ ඓතිහාසික සබඳතා… pic.twitter.com/EUqfqqrbQg
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
PM @narendramodi was conferred the 'Sri Lanka Mitra Vibhushana' by President @anuradisanayake. The PM dedicated it to the 1.4 billion countrymen and the deep-rooted ties between India and Sri Lanka. pic.twitter.com/GGSg3QARFh
— PMO India (@PMOIndia) April 5, 2025