Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রথম ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড প্রদান প্রধানমন্ত্রীর

প্রথম ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড প্রদান প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ প্রথম ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড বা জাতীয় স্রষ্টা পুরস্কার প্রদান করেন। পুরস্কারজয়ীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায়ও মিলিত হন তিনি। সমাজ পরিবর্তন, পরিবেশ, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। 

তাঁর ভাষণে ভারত মণ্ডপম-কে এই অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সৃজনশীল মানুষজন যেখানে সমবেত হয়েছেন, সেই একই জায়গায় জি-২০ শীর্ষ বৈঠকে বিশ্বের নেতারা ভবিষ্যতের দিশা দেখিয়েছিলেন। তিনি বলেন, ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড নতুন যুগের সূচনার আগে এর পৃথক সত্তার বার্তাবাহক হয়ে উঠেছে। শ্রী মোদী বলেন, ভবিষ্যতে বিষয় সৃষ্টিকারীদের কাছে ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড ব্যাপক প্রেরণার উৎস হয়ে উঠবে। পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানিয়ে মহা শিবরাত্রির দিনে এই অনুষ্ঠান আয়োজনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভগবান শিব নিজেই ভাষা, শিল্প এবং সৃজনশীলতার প্রতীক। 

আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী এবং পুরস্কারজয়ী নারীদের তিনি অভিনন্দন জানান। গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্তের কথাও অনুষ্ঠানে জানান শ্রী মোদী। দেশের উন্নয়ন যাত্রায় সরকারের প্রকল্প ও নীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী গত ১০ বছরে ডেটা বিপ্লব এবং কম খরচে এর সহজলভ্যতার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “আপনারা নিজেরাই নিজেদের প্রকল্পের লেখক, পরিচালক, প্রযোজক এবং সম্পাদক। আপনারা ভাবনার সৃষ্টি করেন এবং পর্দায় তা ফুটিয়ে তোলেন। আপনারা বিশ্বের সামনে নিজেদের সক্ষমতাই শুধু তুলে ধরেননি, সেইসঙ্গে বিশ্বের সামনে তা তুলেও ধরেছেন।”

প্রধানমন্ত্রী বিষয় সৃষ্টিকারীদের কাছে অনুরোধ করেন যে, তাঁরা যেন এমন বিষয় সৃষ্টি করেন, যা মানুষকে প্রেরণা জোগাতে পারে। পিতা-মাতার মধ্যে ছেলে ও মেয়ের প্রতি সমান মানসিকতার চেতনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য তাঁদের কাছে আবেদন জানান। ভারতের নারী শক্তির সক্ষমতার কথা তুলে ধরার জন্য কন্টেন্ট স্রষ্টাদের কাছে আর্জি জানান তিনি। তিনি বলেন, ভুল ধারণা সংশোধনের ক্ষেত্রে বিষয়বস্তু সহায়ক ভূমিকা নিতে পারে।

স্বচ্ছ ভারত প্রচারাভিযানের কথা উল্লেখ করে এই লক্ষ্যে কাজ করার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, মানসিক স্বাস্থ্য ও শিশুদের উপর চাপ প্রভৃতির মতো গুরুতর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কন্টেন্ট তৈরির উপর গুরুত্ব দেন তিনি। বিষয়বস্তুর মাধ্যমে তরুণদের মধ্যে মাদকাসক্তির নেতিবাচক প্রভাব তুলে ধরার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আর্জি জানান শ্রী মোদী। 

আসন্ন লোকসভা নির্বাচনের দিকে দৃষ্টি আকর্ষণ করে কন্টেন্ট ক্রিয়েটররা আগামী বছরও একইভাবে তাঁদের সৃষ্টির কাজ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এটি মোদীর গ্যারান্টি নয়, এটি হ’ল, ১৪০ কোটি ভারতীয় নাগরিকের গ্যারাটি।” তরুণ এবং প্রথমবারের ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আবেদন জানান শ্রী মোদী। তিনি বলেন, ভোটে হার-জিত বড় কথা নয়, বড় কথা হ’ল – দেশের ভবিষ্যৎ নির্মাণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার হওয়ার বার্তা তুলে ধরা। তিনি বলেন, “১০০ শতাংশ গণতন্ত্রের গর্ব নিয়ে ভারত উন্নত দেশে রূপান্তরিত হওয়ার অঙ্গীকার নিয়েছে।” আদর্শ ভারত গঠনে তরুণদের কাজ করার উপর জোর দেন তিনি। 

বর্তমান বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে ছাত্রদের উদ্ধারের সময় গোটা বিশ্ব তেরঙ্গার শক্তি প্রত্যক্ষ করেছে। ভারতের প্রতি গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের কথাও তুলে ধরেন শ্রী মোদী এবং দেশের ভাবমূর্তির আরও পরিবর্তনের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আপনারা হলেন, গোটা বিশ্বে ভারতের ডিজিটাল দূত। আপনারা হলেন ‘ভোকাল ফর লোকাল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার।”

শ্রী মোদী বলেন, “আসুন, আমরা ভারত জুড়ে সৃষ্টির আন্দোলন গড়ে তুলি। ভারতের কাহিনী, সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরা গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিই। আসুন, আমরা ভারতের উপর সৃষ্টি করি এবং বিশ্বের জন্য সৃষ্টি করি।” ভারতের প্রতি বিশ্বের আগ্রহ তৈরির লক্ষ্যে জার্মান, ফরাসী, স্প্যানিস প্রভৃতির মতো রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত ভাষায় বিষয়বস্তু সৃষ্টির জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আবেদন জানান শ্রী মোদী। ভারতের তরুণদের মেধার উপর আস্থা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর মিশন-এর কথা উল্লেখ করেন এবং দৃঢ়তার সঙ্গে বলেন, ফাইভ-জি প্রযুক্তিতে ভারত বিশ্বকে পথ দেখাবে। বিভিন্ন ভাষায় তাঁর বক্তব্য অনুবাদের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় কন্টেন্ট ক্রিয়েটররা ভারতের ব্র্যান্ডকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারেন। এ প্রসঙ্গে সৃজনশীলতার ক্ষমতার উপর জোর দেন তিনি। তিনি বলেন, সৃজনশীলতার ক্ষেত্রে ভারতের ক্ষমতা এর উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। অল্প সময়ের মধ্যে ২ লক্ষেরও বেশি আবেদনকারীর মধ্যে বিজয়ীদের বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ডে ২০টি বিভিন্ন বিভাগে ১.৫ লক্ষেরও বেশি মনোনয়ন জমা পড়েছিল। ভোটদানে অংশ নিয়েছিলেন প্রায় ১০ লক্ষ মানুষ। ৩ জন আন্তর্জাতিক ক্রিয়েটর সহ ২৩ জনকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

PG/MP/SB