নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর ২০২৪
প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ২০০ মিটার টি১২ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সিমরান শর্মাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজ মাধ্যমে প্রকাশিত ঐ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“প্যারালিম্পিক্স ২০২৪-এ মহিলাদের ২০০ মিটার টি১২ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন সিমরান শর্মা! এজন্য তাঁকে আমার অভিনন্দন। তাঁর এই সাফল্য আরও অনেককেই অনুপ্রাণিত করবে। উৎকর্ষ ও দক্ষতা অর্জনের লক্ষ্যে তাঁর অঙ্গীকার মনে রাখার মতো।
#Cheer4Bharat”
PG/SKD/AS
Congratulations to Simran Sharma as she wins a Bronze medal in the Women's 200M T12 event at the #Paralympics2024! Her success will inspire several people. Her commitment towards excellence and skills are noteworthy. #Cheer4Bharat pic.twitter.com/naFECcPCY7
— Narendra Modi (@narendramodi) September 7, 2024