নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর ২০২৪
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন এফ৪১ বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় খেলোয়াড় নভদীপকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন :
“নভদীপের এ হল এক অবিশ্বাস্য সাফল্য! প্যারালিম্পিক্স ২০২৪-এ পুরুষদের জ্যাভলিন এফ৪১ বিভাগে তিনি রৌপ্য পদক জয় করেছেন। এই সাফল্য তাঁর অনবদমিত শক্তিরই বহিঃপ্রকাশ। তাঁকে আমি অভিনন্দন জানাই। ভারত আজ আনন্দে উচ্ছ্বসিত।
#Cheer4Bharat”
PG/SKD/AS
The incredible Navdeep has won a Silver in the Men’s Javelin F41 at the #Paralympics2024! His success is a reflection of his outstanding spirit. Congrats to him. India is delighted. #Cheer4Bharat pic.twitter.com/NfziEdoCbQ
— Narendra Modi (@narendramodi) September 7, 2024