নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
প্যারিসে আজ এআই অ্যাকশন সামিটে যৌথভাবে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সপ্তাহব্যাপী এই সম্মেলনের শুরুতে ৬ – ৭ ফেব্রুয়ারি ছিল বিজ্ঞান দিবস। ৮ ও ৯ ফেব্রুয়ারির সপ্তাহান্ত নির্দিষ্ট ছিল সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সম্মেলন শেষ হয় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা, নীতি প্রণেতা এবং শিল্প মহলের কুশীলবদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে।
শেষ পর্বটির সূচনা হয়, ১০ ফেব্রুয়ারি এলিসে প্যালেসে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর আয়োজনে নৈশভোজ দিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক নানা সংগঠনের কর্ণধার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বড় বড় সংস্থার মুখ্য কার্যনির্বাহীরা।
আজ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রারম্ভিক ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের প্রত্যুষ লগ্নে রয়েছে এই বিশ্ব। এই প্রযুক্তি মানবতার নতুন সংজ্ঞা রচনা করছে। সমাজ, রাজনীতি, অর্থনীতি সবক্ষেত্রেই নতুন চালচিত্র তৈরি হয়ে উঠছে। মানব ইতিহাসের যাত্রায় প্রযুক্তিগত অন্য মাইলফলকগুলির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার পার্থক্য রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, অভিন্ন মূল্যবোধ, ঝুঁকির মূল্যায়ণ এবং পারস্পরিক আস্থা ভিত্তিতে সমন্বিত পন্থায় প্রশাসনিক এবং অন্যান্য নানা বিষয়ে লক্ষ্যমাত্রা স্থির করা জরুরী। উদ্ভাবনার প্রসার যাতে সারা বিশ্বের কল্যাণে সহায়ক হয় তা নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ বিশ্ব সহ সমাজের প্রতিটি প্রান্তের মানুষের কাছে এআই – এর সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলেন। এই উদ্যোগ জনঅংশীদারিত্বের মাধ্যমে ধারাবাহিক উন্নয়ন লক্ষ্য সমূহ অর্জনের পথ প্রশস্ত করবে বলে তিনি মনে করেন। পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সৌরজোটে ভারত – ফান্স অংশীদারিত্বের প্রাসঙ্গিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল জনপরিকাঠামোর সুবাদে ভারতের ১৪০ কোটি নাগরিকের কাছেই প্রযুক্তি সহজলভ্য হয়ে উঠেছে। বিপুল বৈচিত্র্যের বিষয়টি মাথায় রেখে ভারতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল গড়ে তোলা হচ্ছে। ভারতে পরবর্তী এআই সামিটের আয়োজন হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর সম্পূর্ণ ভাষণটি পাওয়া যাবে এখানে @OpeningAddress https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101740; @ConcludingAddress https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101896
এই সম্মেলন শেষ হয় নেতৃস্থানীয়দের তরফে একটি বিবৃতি জারির মধ্যে দিয়ে।
SC/AC/SG/
Addressing the AI Action Summit in Paris. https://t.co/l9VUC88Cc8
— Narendra Modi (@narendramodi) February 11, 2025
AI is writing the code for humanity in this century. pic.twitter.com/dpCdazKoKZ
— PMO India (@PMOIndia) February 11, 2025
There is a need for collective global efforts to establish governance and standards that uphold our shared values, address risks and build trust. pic.twitter.com/E4kb640Qjk
— PMO India (@PMOIndia) February 11, 2025
AI can help transform millions of lives by improving health, education, agriculture and so much more. pic.twitter.com/IcVPKDdgpk
— PMO India (@PMOIndia) February 11, 2025
We need to invest in skilling and re-skilling our people for an AI-driven future. pic.twitter.com/WIFgF28Ze3
— PMO India (@PMOIndia) February 11, 2025
We are developing AI applications for public good. pic.twitter.com/WM7Pn0N5jv
— PMO India (@PMOIndia) February 11, 2025
India is ready to share its experience and expertise to ensure that the AI future is for Good, and for All. pic.twitter.com/it92oTnL8E
— PMO India (@PMOIndia) February 11, 2025