নয়াদিল্লী, ২৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাও-তে আয়োজিত এশিয়ান প্যারা গেমস-এ আজ তীরন্দাজিতে স্বর্ণ পদক জয় করায় শীতল দেবী ও রাকেশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন:
“আমাদের প্যারা তীরন্দাজি মিক্সড দলের জন্য এ এক উল্লেখযোগ্য স্বর্ণপদক। শীতল দেবী ও রাকেশ কুমারকে তাঁদের দুর্দান্ত ফলাফলের জন্য অভিনন্দন। এই সাফল্য তাঁদের স্থির লক্ষ্য, বিশেষ দক্ষতা ও নিষ্ঠার পরিচায়ক।”
PG/PM/NS
It is a Glorious Gold for our Para Archery Mixed Team.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
Congrats to Sheetal Devi and @RakeshK21328176 for their extraordinary performance.
This glory is a testament to their precision, dedication and exceptional skills. pic.twitter.com/g5Pw5qdJl7