মহামহিম রাষ্ট্রপতি পুতিন,
সম্মানীয় অতিথিরা
নমস্কার!
আমি আনন্দিত যে ভ্লাদিভস্তকে আয়োজিত এই সপ্তম পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পেয়েছি। এই মাসে ভ্লাদিভস্তকে ভারতীয় বাণিজ্য দূতাবাস স্থাপনের ৩০-তম বর্ষপূর্তি। এই শহরে বাণিজ্য দূতাবাস চালু করা প্রথম দেশ ভারত। তখন থেকেই এই শহর আমাদের সম্পর্কের অনেক ঐতিহাসিক মাইল ফলকের সাক্ষী থেকেছে।
বন্ধুগণ,
২০১৫ সালে এই মঞ্চ স্থাপিত হয় এবং রাশিয়ার ফার ইস্ট বা সুদূরের পূর্ব নীতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আন্তজার্তিক মঞ্চ হয়ে উঠেছে। এই জন্য আমি রাষ্ট্রপতি পুতিনের দূরদর্শিতার প্রশংসা করি ও তাঁকে অভিনন্দন জানাই।
২০১৯ সালে আমার এই মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সেই সময় আমরা ভারতের “অ্যাক্ট ফার ইস্ট” বা পুবের সুদূরের জন্য কাজ করার নীতির কথা ঘোষণা করি। ফলস্বরূপ রাশিয়ার ফার ইস্টের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সহযোগিতা বেড়েছে। বর্তমানে ভারত ও রাশিয়ার “বিশেষ কৌশলগত অংশীদারিত্ব”এর ক্ষেত্রে যা অন্যতম মূল স্তম্ভ হয়ে উঠেছে।
বন্ধুগণ,
আমরা যেদিন আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ করিডর, চেন্নাই ভ্লাদিভস্তক সমুদ্র করিডর বা উত্তরের সমুদ্র পথের কথা বলি তবে দেখতে পাই ভবিষ্যতে আমাদের সম্পর্কের অগ্রগতিতে যোগাযোগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ভারত দক্ষিণ মেরু ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব আরও মজবুত করতে বিশেষভাবে আগ্রহী। শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিরও বিপুল সম্ভাবনা রয়েছে। শক্তি ক্ষেত্র ছাড়াও ভারত রাশিয়ার ফার ইস্ট নীতিতে ওষুধ ও হীরের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
রাশিয়া ভারতের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। আমাদের মধ্যে মেধা আদান-প্রদানের এক বিপুল সুযোগ রয়েছে। ভারতীয় মেধা বিশ্বের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমি বিশ্বাস করি ভারতীয়দের মেধা ও পেশাদারিত্ব রাশিয়ার ফার ইস্ট নীতির দ্রুত উন্নয়ন ঘটাতে সক্ষম।
বন্ধুগণ,
ভারতের প্রাচীন প্রবাদ “বসুধৈব কুটুম্বকম” আমাদের শিখিয়েছে সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখতে। বর্তমানে বিশ্বায়নের যুগে বিশ্বের যে কোন একটি ছোট অংশ সারা বিশ্বে প্রভাব ফেলতে পারে। ইউক্রেনের সংঘর্ষ এবং কোভিড অতিমারী পরিস্থিতি বিশ্বের সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। খাদ্যশস্যের ও সারের অভাব দেখা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলির জন্য জ্বালানী হয়ে উঠেছে বিশেষ উদ্বেগের বিষয়। ইউক্রেন সংঘর্ষ শুরুর সময় থেকে আমরা আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে এসেছি। এই সংঘর্ষের অবসান ঘটাতে সব রকম শান্তিপূর্ণ প্রচেষ্টাকে আমরা সমর্থন জানাই। সম্প্রতি নিরাপদে সার ও সিরিয়াল রপ্তানীর জন্য যে চুক্তি হয়েছে তাকেও স্বাগত জানাই।
আমি আরও একবার এই মঞ্চে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ জানাই এবং এই মঞ্চে উপস্থিত সকল অংশগ্রহণকারীকে জানাই আমার উষ্ণ শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ!
এটি প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির অনুবাদ। মূল বিবৃতি ছিল হিন্দিতে।
PG/PM/NS
My remarks at the Plenary Session of 7th Eastern Economic Forum being held in Vladivostok. https://t.co/z3wM3ZPxNT
— Narendra Modi (@narendramodi) September 7, 2022
मुझे ख़ुशी है कि व्लादि-वोस्तोक में आयोजित किए जा रहे सातवें Eastern Economic Forum में आपसे वर्चुअल रूप से जुड़ने का मौका मिला।
— PMO India (@PMOIndia) September 7, 2022
इसी महीने, Vladivostok में भारत के कांसुलेट की स्थापना के तीस वर्ष पूरे हो रहे हैं।
इस शहर में कांसुलेट खोलने वाला पहला देश भारत ही था: PM
2019 में मुझे इस फ़ोरम में रू-ब-रू हिस्सा लेने का मौका मिला था।
— PMO India (@PMOIndia) September 7, 2022
उस समय हमने भारत की “Act Far-East” नीति की घोषणा की थी।
और परिणामस्वरूप, Russian Far East के साथ विभिन्न क्षेत्रों में भारत का सहयोग बढ़ा है: PM @narendramodi
आज यह नीति भारत और रूस की “Special and Privileged Strategic Partnership” की एक प्रमुख स्तम्भ बन गयी है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 7, 2022
भारत आर्कटिक विषयों पर रूस के साथ अपनी भागीदारी को मजबूत करने के लिए इच्छुक है।
— PMO India (@PMOIndia) September 7, 2022
ऊर्जा के क्षेत्र में भी सहयोग की अपार संभावनाएं हैं।
उर्जा के साथ-साथ, भारत ने pharma और diamonds के क्षेत्रों में भी Russian Far East में महत्वपूर्ण निवेश किये हैं: PM @narendramodi
आज के globalized world में, विश्व के किसी एक हिस्से की घटनाएं पूरे विश्व पर प्रभाव पैदा करती हैं।
— PMO India (@PMOIndia) September 7, 2022
यूक्रेन संघर्ष और कोविड महामारी से ग्लोबल सप्लाई चेन्स पर बड़ा असर पड़ा है।
Foodgrain, Fertilizer, और Fuel की कमी विकासशील देशों के लिए बड़ी चिंता के विषय हैं: PM @narendramodi
यूक्रेन संघर्ष की शुरुआत से ही, हमने diplomacy और dialogue का मार्ग अपनाने की आवश्यकता पर जोर दिया है।
— PMO India (@PMOIndia) September 7, 2022
हम इस संघर्ष को समाप्त करने के लिए सभी शांतिपूर्ण प्रयासों का समर्थन करते है: PM @narendramodi