Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুরুষদের ক্লাব থ্রো বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৪

 

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রণব সুর্মার অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

শ্রী মোদী এক্স পোষ্টে বলেছেন :

“#Paralympics2024-এ পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন! তাঁর সাফল্য নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। তাঁর অধ্যবসায় প্রশংসনীয়।#Cheer4Bharat”

 

PG/AC/AS