নয়াদিল্লি, ৫ জুন ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনর্নিবাচিত হওয়ায় রুশ রাষ্ট্রপ্রধান মিঃ ভ্লাদিমির পুতিন আজ তাঁকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
সাধারণ নির্বাচনে জয়লাভ করায় অভিনন্দন জানিয়ে রুশ রাষ্ট্রপ্রধান পুতিন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ায় তাঁর সাফল্য কামনা করেন।
উভয় নেতা ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমস্ত ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারে সহমত হন।
রাষ্ট্রপ্রধান পুতিনের সঙ্গে আলোচনাকালে রাশিয়ার সভাপতিত্বে ২০২৪-এর চলতি ব্রিকস সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
PG/AB/DM