Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুনর্গঠনও উন্নয়ন সংক্রান্ত ইউরোপীয় ব্যাঙ্কের (ইবিআরডি) সর্বোচ্চ পদে ভারতেরঅন্তর্ভুক্তির প্রস্তাব : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ পুনর্গঠন ওউন্নয়ন সংক্রান্ত ইউরোপীয় ব্যাঙ্কের (ইবিআরডি) সদস্যপদে ভারতের অন্তর্ভুক্তির একপ্রস্তাবে অনুমোদন দেওয়া হল। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করবেকেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দপ্তর।

ইবিআরডি-রসদস্যপদে ভারতের অন্তর্ভুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদাবৃদ্ধির পাশাপাশি, তার অর্থনৈতিক স্বার্থগুলি পূরণ করার সুযোগ সম্প্রসারিত হবে।এছাড়াও, ইবিআরডি-র সদস্য রাষ্ট্রগুলির জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় এবং কাজকর্মেরসুযোগ-সুবিধার অন্যতম অংশীদার হতে পারবে ভারত নিজেও। সদস্যপদে অন্তর্ভুক্তিরআরেকটি উদ্দেশ্য হল ভারতের বিনিয়োগ সংক্রান্ত সু্যোগ-সুবিধাগুলিকে নানাভাবেউৎসাহদান। এর ফলে, উৎপাদন, পরিষেবা, তথ্যপ্রযুক্তি এবং জ্বালানি ও শক্তিক্ষেত্রেযৌথভাবে অর্থ বিনিয়োগের মাধ্যমে ভারত ও ইবিআরডি-র মধ্যে সহযোগিতারও ব্যাপক প্রসারঘটবে। সেইসঙ্গে, বৃদ্ধি পাবে ভারতীয় শিল্প সংস্থাগুলির প্রতিযোগিতামুখিনতার শক্তিও উৎসাহ। এর পথ ধরে দেশে গড়ে উঠবে বিনিয়োগের উপযোগী এক উন্নততর পরিবেশ, যার সুবাদেঅর্থনৈতিক কর্মপ্রচেষ্টা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরসম্ভাবনাও নানাভাবে উৎসাহিত হবে। ইবিআরডি-তে কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন ভারতীয়নাগরিকরাও।

PG/SKD/DM/