Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন


নয়াদিল্লি,  ১২ এপ্রিল, ২০২৫

 

পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রী কে. কৈলাশনাথন আজ সকালে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের এক্স হ্যান্ডেলে লিখেছেন:

“আজ সকালে, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রী কে. কৈলাশনাথন প্রধানমন্ত্রী @narendramodi-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

@LGov_Puducherry”

 

SC/SB/NS