নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৫
পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রী কে. কৈলাশনাথন আজ সকালে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের এক্স হ্যান্ডেলে লিখেছেন:
“আজ সকালে, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রী কে. কৈলাশনাথন প্রধানমন্ত্রী @narendramodi-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
@LGov_Puducherry”
SC/SB/NS
Earlier today, Lieutenant Governor of Puducherry, Shri. K. Kailashnathan met PM @narendramodi.@LGov_Puducherry pic.twitter.com/CgYFzTagWN
— PMO India (@PMOIndia) April 12, 2025