নতুন দিল্লি, ২৮ আগস্ট, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম জনধন যোজনার ৭ বছর পূর্তি উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এই যোজনাকে সফল করে তুলতে যারা নিরলস প্রয়াস চালিয়েছেন তাদের প্রশংসা করেছেন।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আজ আমরা #PMJanDhan কর্মসূচির ৭ বছর উদযাপন করছি, এটি এমন এক উদ্যোগ যা ভারতের উন্নয়নের গতিপথ আমূল পাল্টে দিয়েছে। শুধু তাই নয়, এই কর্মসূচি অসংখ্য ভারতীয়ের ক্ষমতায়ণের পাশাপাশি তাদের আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং মর্যাদার সঙ্গে জীবন-যাপন নিশ্চিত করেছে। জনধন যোজনা স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করেছে।
আমি #PMJanDhan যোজনাকে সফল করে তুলতে যারা অক্লান্ত প্রয়াস চালিয়েছেন তাদের প্রশংসা করি। এদের সকলের প্রচেষ্টার ফলে ভারতবাসীর উন্নত জীবন-যাপন সুনিশ্চিত হয়েছে।”
CG/BD/AS/
Today we mark seven years of #PMJanDhan, an initiative that has forever transformed India’s development trajectory. It has ensured financial inclusion and a life of dignity as well as empowerment for countless Indians. Jan Dhan Yojana has also helped further transparency.
— Narendra Modi (@narendramodi) August 28, 2021
I would like to applaud the untiring efforts of all those who have worked to make #PMJanDhan a success. Their efforts have ensured the people of India lead a better quality of life.
— Narendra Modi (@narendramodi) August 28, 2021