Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাসালা কৃষ্ণা ভারতী-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গান্ধীবাদী পাসালা কৃষ্ণা ভারতী-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে দেশ গঠনে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। 

প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক আবেগঘন বার্তায় বলেছেন;

“পাসালা কৃষ্ণা ভারতী-র প্রয়াণে আমি শোকাহত। তিনি গান্ধীবাদী মূল্যবোধের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন এবং বাপুর আদর্শে দেশ গঠনের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর পিতামাতা আমাদের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন, সেই উত্তরাধিকারকে তিনি অসাধারণভাবে এগিয়ে নিয়ে গেছেন। আমার মনে আছে ভীমাবরম-এ আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি : প্রধানমন্ত্রী @narendramodi”

 

 

SC/SS/SKD