Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পালিতে লেখা ত্রিপিটকের একটি কপি প্রদানের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

পালিতে লেখা ত্রিপিটকের একটি কপি প্রদানের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পালি ভাষায় লেখা ত্রিপিটকের একটি কপি তাঁকে প্রদানের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীমতি পেতংতার্ন শিনাওয়াত্রাকে ধন্যবাদ জানিয়েছেন। 

এক্স পোস্টে তিনি লিখেছেন:

“একটি অত্যন্ত বিশেষ সৌজন্যের বার্তা !

পালিতে লেথা ত্রিপিটকের একটি কপি আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রীমতি পেতংতার্ন শিনাওয়াত্রার প্রতি আমি কৃতজ্ঞ। বস্তুতপক্ষে পালি একটি সুন্দর ভাষা, যেখানে ভগবান বুদ্ধের বাণীর মূল কথা রয়েছে। আপনারা সকলেই জানেন, গতবছর আমাদের সরকার পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। গোটা বিশ্বের মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এই সিদ্ধান্ত এই ভাষায় গবেষণা এবং চর্চাকেও উৎসাহিত করেছে।

@ingshin” 

 

SC/ MP /AG