Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নয়াদিল্লি, ২২ মে, ২০২৩

ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরাম (এফআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনের ফাঁকে পোর্ট মরেসবি-তে সরকারি বাসভবনে আজ পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেল শ্রী বব ডাডে-র সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেল সে দেশে তাঁর প্রথম সফরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। উভয় নেতা দ্বিপাক্ষিক সন্ধির গুরুত্বের দিক সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দু’দেশের মধ্যে উন্নয়নমূলক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ব্যাপারে তাঁরা সহমত হন।

 

PG/AB/DM/