Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘পানযোগ্য অ্যালকোহল’ নিয়ন্ত্রনের অধিকার রাজ্যের হাতে হস্তান্তর করতে ১ম তফশিল শিল্পসংস্থা (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৫১-র সংশোধনী


বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে ১ম তফশিলভুক্ত শিল্পসংস্থা (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৫১ অর্থাৎ ‘ফার্স্ট সিডিউল অব ইন্ডাসট্রিজ (ডেভেলেপমেন্ট এন্ড রেগুলেসন) অ্যাক্ট’, ১৯৫১-এর সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে ।আইন কমিশনের ১৫৮-তম প্রতিবেদন মোতাবেক ‘পানযোগ্য অ্যালকোহল’ নিয়ন্ত্রনের অধিকার রাজ্যের হাতে হস্তান্তর করার প্রস্তাব এই সংশোধনীতে করা হয়েছে।

‘ফার্স্ট সিডিউল অব ইন্ডাসট্রিজ (ডেভেলেপমেন্ট এন্ড রেগুলেসন) অ্যাক্ট’, ১৯৫১-তে উল্লেখিত “২৬ ফারমেনটেসান ইন্ডাসট্রিজ”-এর পরিবর্তে “২৬ ফারমেনটেসান ইন্ডাসট্রিজ (পানযোগ্য অ্যালকোহল ব্যতীত)” ব্যবহৃত হবে এবং এই সংক্রান্ত একটি বিল সংসদে পেশ করা হবে ।

কেন্দ্র ও রাজ্যের মধ্যে পানযোগ্য অ্যালকোহল ও শিল্পকাজে ব্যবহৃত অ্যালকোহল সংক্রান্ত নিয়ন্ত্রনের এক্তিয়ার নিয়ে যে সন্দেহ দীর্ঘদিন ধরে অব্যাহত ছিল, এই সংশোধনীর মাধ্যমে তা নিরসন করা যাবে।রাজ্য ও কেন্দ্রের মধ্যে এই সংশোধনী সমতা আনবে ।

SC/JC/DSC/AGT