Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাঞ্জিম থেকে ভাস্কোর মধ্যে সংযোগ গড়ে ওঠায় পর্যটন প্রসারের পাশাপাশি জনসাধারণকেও স্বস্তি দেবে: প্রধানমন্ত্রী


নয়াদিল্লি,  ৫  মার্চ, ২০২৩

জাতীয় জলপথ ৬৮ নির্মাণে গোয়ার পাঞ্জিম থেকে ভাস্কোর দূরত্ব ৯ কিলোমিটার কমে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এতে কেবলমাত্র ২০ মিনিটের মধ্যে এই দূরত্ব অতিক্রম করা যাবে। আগে পাঞ্জিম থেকে ভাস্কোর দূরত্ব ছিল প্রায় ৩২ কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো প্রায় ৪৫ মিনিট।

কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ এবং পর্যটন প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ওয়াই নায়েকের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, গোয়ার পাঞ্জিম থেকে ভাস্কোর মধ্যে এই সংযোগ পর্যটন প্রসারের পাশাপাশি জনসাধারণের কাছেও স্বস্তিদায়ক হবে।

প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, “পাঞ্জিম থেকে ভাস্কোর মধ্যে এই সংযোগ পর্যটন প্রসারের পাশাপাশি জনসাধারণের কাছেও স্বস্তিদায়ক হবে।”

PG/AB/NS