Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাওগড় হিল-এ পুনর্নির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাওগড় হিল-এ পুনর্নির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ জুন, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাওগড় হিল-এ পুনর্নির্মিত শ্রীকালিকা মাতা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই শ্রীকালিকা মাতা মন্দির দর্শনে পুণ্যার্থীরা দলে দলে সমবেত হন বিভিন্ন প্রান্ত থেকে। মন্দিরের সংস্কার ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এ বছরের এপ্রিল মাসে।

পুনর্নির্মিত মন্দিরটির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ পাঁচটি শতাব্দী অতিক্রান্ত। তারপরেও কেটে গেছে আরও পঁচাত্তরটি বছর। কিন্তু মন্দিরের শিখর ধ্বজাটি আজও পবিত্রতার সঙ্গে সেই ইতিহাসকে বহন করে চলেছে। শিখর ধ্বজাটি শুধুমাত্র আমাদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক মাত্র নয়, যুগ ও শতাব্দীর পরিবর্তনের একটি প্রতীকও বটে। আসন্ন ‘গুপ্ত নবরাত্রি’র ঠিক পূর্বে মন্দিরের এই পুনর্নির্মাণ এই বিশ্বাসই বহন করে যে ‘শক্তি’ কখনও ম্লান বা নিষ্প্রভ হয়ে যায় না। অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ ধাম এবং কেদার ধামের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গৌরবের পুনরুদ্ধার ঘটে চলেছে। নতুন যুগের আশা-আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে দেশ তার সুপ্রাচীন পরিচয়কে বহন করছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’-এর প্রতীক হল এই মন্দির।

স্বামী বিবেকানন্দ মা কালীর আশীর্বাদে কিভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ কালীমাতার কাছে একই আশীর্বাদ প্রার্থী তিনি, যাতে আরও বেশি নিষ্ঠা, উদ্যম ও উৎসর্গের মনোভাব নিয়ে তিনি দেশবাসীর সেবা করে যেতে পারেন।

‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অবতারণা করে দেশের স্বাধীনতা সংগ্রামে গুজরাটের অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

 

PG/SKD/DM/