নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক বিষ্ণুপদ রায়-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য বিষ্ণুপদ রায়-জীর অকালপ্রয়াণে ব্যথিত। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এক বিধায়ক, যিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে গিয়েছেন। তিনি @BJP4Bengal কে শক্তিশালী করে তুলতেও উল্লেখযোগ্য প্রচেষ্টা করেছিলেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।”
CG/SS/AS/ 25 July, 2023… (102)
Pained by the untimely demise of West Bengal Assembly MLA Shri Bishnu Pada Ray Ji. He was a hardworking legislator who made many efforts to fulfil people's aspirations. He also worked hard to strengthen @BJP4Bengal. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 25, 2023
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শ্রী বিষ্ণুপদ রায়-জীর অকালপ্রয়াণে ব্যথিত।তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এক বিধায়ক , যিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অসংখ্য প্রয়াস চালিয়ে গিয়েছেন। তিনি @BJP4Bengal কে শক্তিশালী করে তুলতেও উল্লেখযোগ্য প্রচেষ্টা করেছিলেন।তাঁর পরিবার এবং অনুরাগীদের জানাই…
— Narendra Modi (@narendramodi) July 25, 2023