Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পর্তুগাল, আমেরিকা ও নেদারল্যান্ড সফরের আগে প্রধানমন্ত্রীর বিবৃতি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পর্তুগাল, আমেরিকাও নেদারল্যান্ড সফরের আগে বলেছেন যে, দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রকে লক্ষ্য করেইতাঁর এই সফর|

প্রধানমন্ত্রী বলেন, “পর্তুগালে হবে আমার ওয়ার্কিংভিজিট| গত জানুয়ারি মাসে পর্তুগালের মহামান্য প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা’রভারত সফরের মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ উচ্চতা লাভকরেছে|

আমি প্রধানমন্ত্রী কোস্টা’র সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী|আমাদের সাম্প্রতিক আলোচনার সাপেক্ষে আমরা আমাদের বিভিন্ন যৌথ উদ্যোগ ও আলোচনারঅগ্রগতি নিয়ে কথা বলব| আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিকসহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যেকারসম্পর্ককে আরও বৃদ্ধি করার পথ নিয়ে আমরা আলোচনা করব| আমরা সন্ত্রাস-বিরোধীসহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েসহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য সযত্ন প্রয়াস করব| আমি দ্বিপাক্ষিক বাণিজ্য ওবিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি|

আমি এই সফরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়েরবিষয়েও আগ্রহী|”

প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডি.সি.-তে সফর করবেন ২৪ থেকে২৬ জুন|

এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি ডোনাল্ড জে.ট্রাম্প-এর আমন্ত্রণে আমি ওয়াশিংটন ডি.সি. সফর করব ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত| এর আগেআমি ও রাষ্ট্রপতি ট্রাম্প এ নিয়ে টেলিফোনে আলোচনা করেছি| আমাদের আলোচনা আমাদেরনাগরিকদের পারস্পরিক সুবিধার জন্য সার্বিক সংযোগ এগিয়ে নিয়ে যাওয়ার সাধারণউদ্দেশ্যকে ছুঁয়ে গেছে| ভারত ও আমেরিকার মধ্যেকার দৃঢ় ও বিস্তৃত অংশীদারিত্বকে আরওসুদৃঢ় করার সুযোগের আমি প্রত্যাশা করছি|

আমেরিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব বহুস্তর-বিশিষ্ট ওবৈচিত্র্যপূর্ণ এবং তা শুধুমাত্র সরকারের সহযোগিতাতেই নয়, বরং এর সঙ্গে দুইপক্ষেরই সংশ্লিষ্টরা জড়িত| রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকায় নতুন প্রশাসনেরসঙ্গে আমাদের অংশীদারিত্ব এক নতুন দূরদৃষ্টি সম্পন্ন ক্ষেত্র রচনা করবে বলে আমিআশাবাদী|

রাষ্ট্রপতি ট্রাম্প ও তাঁর ক্যাবিনেট সহকর্মীদেরসঙ্গে সরকারি পর্যায়ের বৈঠক ছাড়াও আমি কিছু স্বনামখ্যাত সি.ই.ও.-দের সঙ্গেও আলোচনাকরব| এর পাশাপাশি আগের মত আমি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময়ের বিষয়েআশাবাদী|”

প্রধানমন্ত্রী ২৭ জুন নেদারল্যান্ড সফরে যাবেন|

প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ২৭ জুন নেদারল্যান্ড সফরেযাব| এ বছর আমরা ইন্দো-ডাচ কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করছি| এই সফরেডাচ প্রধানমন্ত্রী মহামান্য শ্রী মার্ক রুত্তে’র সঙ্গে আমার সরকারি বৈঠক রয়েছে|তাছাড়া আমি নেদারল্যান্ড-এর রাজা উইলেম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমা’র সঙ্গেওসাক্ষাত করব|

প্রধানমন্ত্রী রুত্তে’র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কেরপর্যালোচনায় আমি আশাবাদী| তাছাড়া আমি জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-বিরোধীপদক্ষেপ সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী রুত্তের সঙ্গেমত বিনিময় করব|

আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল কেন্দ্রে রয়েছেঅর্থনৈতিক সম্পর্ক| ইউরোপীয় গোষ্ঠীর মধ্যে নেদারল্যান্ড আমাদের ষষ্ঠ বৃহত্তমবাণিজ্য সহযোগী এবং বিশ্বব্যাপী পঞ্চম বৃহত্তম বিনিয়োগ সহযোগী| জল ও বর্জ্যব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বন্দর ওজাহাজ চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে ডাচদের বিশেষ জ্ঞান আমাদের উন্নয়নের প্রয়োজনীয়তারসঙ্গে মানানসই| ভারত-নেদারল্যান্ড অর্থনৈতিক সংযুক্তি দু’পক্ষের ক্ষেত্রেই লাভজনকবিষয়| আর এই সহযোগ আরও বৃদ্ধি করার জন্য দুই পক্ষের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত,তা নিয়ে প্রধানমন্ত্রী রুত্তের সঙ্গে আমি আলোচনা করব| নেদারল্যান্ড-এর প্রধানপ্রধান কোম্পানিগুলোর সি.ই.ও.-দের সঙ্গেও আমি আলোচনা করব এবং ভারতের উন্নয়নেরআখ্যানে তাঁদেরকে যুক্ত হওয়ার জন্য উত্সাহিত করব|

ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বাধিক প্রবাসী ভারতীয়ের দেশনেদারল্যান্ডবাসীর সঙ্গে ভারতের জনগণের   সুদীর্ঘকালের সম্পর্ক রয়েছে| আমি নেদারল্যান্ড-এবসবাসরত ভারতীয়দের সঙ্গেও দেশের উন্নয়নে যুক্ত হওয়া নিয়ে আশাবাদী|”

P.G./S.K./A.D