Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পবিত্র বাসব জয়ন্তী তিথিতে জগৎগুরু বাসবেশ্বরকে প্রধানমন্ত্রীর প্রণাম


নয়াদিল্লি,  ২৩  এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র বাসব জয়ন্তী উপলক্ষে জগৎগুরু বাসবেশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী জগৎগুরু বাসবেশ্বর সম্পর্কে তাঁর ভাবনা সম্বলিত একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“আজ, পবিত্র বাসব জয়ন্তী তিথিতে আমি জগৎগুরু বাসবেশ্বরকে প্রণাম জানাই। তাঁর চিন্তাধারা ও আদর্শ আমাদের মানব জাতিকে সেবা করার অনুপ্রেরণা যোগায়। তাঁর সমাজের পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের প্রতি গুরুত্ব আরোপের ভাবনা যথাযথ। এর মাধ্যমেই শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”

সাংসদ শ্রী শিব কুমার উদাসী ২০১৫র নভেম্বরে লন্ডনে জগৎগুরু বাসবেশ্বরের একটি প্রতিকৃতি আবরণ উন্মোচন সংক্রান্ত ভিডিও সকলের সঙ্গে ট্যুইটের মাধ্যমে ভাগ করে নিয়েছেন। এর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,
“আমরা জগৎগুরু বাসবেশ্বরের পথ সর্বদাই অনুসরণ করবো।

তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের অনেক সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য বোধ করছি।”

 

PG/CB/NS