নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদ্ম পুরস্কার প্রাকদের অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“যাঁরা এ বছর পদ্ম পুরস্কার পাচ্ছেন তাঁদের সকলকে অভিনন্দন। দেশের উন্নয়ন যাত্রা ত্বরান্বিত করতে তাঁদের ঐতিহ্যময় ও সমৃদ্ধ অবদানকে ভারত লালন করবে। #PeoplesPadma”
PG/PM/NS
Congratulations to those who have been conferred the Padma Awards. India cherishes their rich and varied contributions to the nation and their efforts to enhance our growth trajectory. #PeoplesPadma https://t.co/M6p4FWGhFU
— Narendra Modi (@narendramodi) January 25, 2023